দেশ হলো মায়ের মতো
প্রত্যেকের দায়িত্ব, তাঁকে রক্ষা করা
যে সবকিছু ছেড়ে, ঝাঁপিয়ে পড়ে দেশ রক্ষায়
তিনি দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা তাঁরা।
দায়িত্ববোধ আর দেশমাতৃকার ডাকে
একজন মুক্তিযোদ্ধা হন অনুভূতি থেকে।
তাঁদের থাকে না কোন চাওয়া পাওয়া
স্বদেশ-স্বজাতির প্রতি থাকে গভীর ভালোবাসা।
এতো বছর পর মুক্তিযোদ্ধারা পাচ্ছে সম্মানী ভাতা
লাল-নীল গেজেটে লেখা সে সোনালী পাতা।
গুটিকতক লোক বাদে সবাই যুদ্ধ করেছে,
কেউ ঘরে, কেউ বাইরে, কেউ খাদ্য দিয়েছে।
কিন্তু বড়ই পরিতাপের বিষয়
যেখানে আগে দরকার ছিল
ঘৃণিত রাজাকারদের তালিকা করা
রাজাকারদের শাস্তি দেয়া
রাষ্ট্রীয় সামাজিক সকল সুয়োগ সুবিধা বন্ধকরা!
আমরা হেঁটেছি সর্বদা উল্টো পথে
দীর্ঘ সেনা শাসনে ওদের অপকৌশলে
হেঁটেছি সংকীর্ণ পথে।
পক্ষান্তরে অপমান করেছি, আজও করছি অপমান!
তাঁদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি দেশ
তাঁরাই আদর্শ, যতই ছড়াও বিদ্বেষ।
আসুন আমরা সবাই মিলে
বাংলার বীরসেনানী মুক্তিযোদ্ধাদের
গভীর শ্রদ্ধায় স্মরণকরি।
(০৭ নভেম্বর ২০১৭, বুধবার)