শ্রেণিস্বার্থের প্রবলতায় গ্রাম নগরের
মধ্যে ব্যবধান প্রচণ্ড,
মুখোশের আড়ালে ক্ষমতার লালসায়
জাতিকে করছে খণ্ড।
রাজনৈতিক নেতা-নেত্রী,
সুশীল সমাজ সবাই যেন ভণ্ড,
স্বীয় স্বার্থে দেশের স্বার্থ বিকিয়ে দিতে
কাঁপে না হাত একদণ্ড!
আমাদের অর্থনৈতিক লাগাম
তুলে দিচ্ছি পরাশক্তির হাতে,
তারা সুদে-আসলে তুলে নিচ্ছে
অস্থিতি রাজনীতির পরতে পরতে।
সুবিধাবাদী রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাই
দায়ি এ অবস্থার মূল,
রেষারেষি আর দোষাদোষির চাপে
আমরা বারবার করছি ভুল।