মুক্তবাজারের শোষণই বর্তমানের
                    নীতি, রাজনীতি বুদ্ধিজীবি;
ছাত্র সমাজ, নেতা-নেত্রী থেকে
            আমলা প্রশাসন হয়ে পেশাজীবি।
হায়রে স্বাধীন দেশের মুক্ত অর্থনীতির
                      হালচাল, একি অনাচার!
লুটে পুটে নেয়, যে যা পায়।
         অর্থনীতি নিয়ে ভাববার সময় কার।

সবাই স্বাধীন! পুঁজিবাদীর গহবরে
      মুক্তবাজার অর্থনীতি, কোথা সে মুক্তি!
ক্ষমতার লোভে নীতি আদর্শহীন।
             হারিয়েছি আমাদের দেশ ভক্তি।
            (২৬ জুন ২০১২)