ধান ক্ষেতের আইল ধরে যেতে যেতে
কখন এসে পড়েছি খেজুর গাছের ছায়ায়,
শ্রান্ত দেহখানি দাঁড়ায়।
মেঠো পথে সারি সারি দাঁড়িয়ে ঝাকড়া চুলে
কিচির মিচির করছে কাঠবিড়ালি।
দূরে বাবলা গাছে ডাকছে বুনো ঘুঘু,
শালিকের জটলা ফসলের মাঠে;
দোয়েলের পুচ্ছ দোলানি পাকা ধান ক্ষেতে।
পাকা ধানের গন্ধে তৃষ্ণা কাতর কৃষক
ছুটছে ফসলের মাঠে।
খাদ্যের সন্ধানে ইঁদুরগুলো
গর্ত থেকে বেরিয়ে মুখতুলে দেখছে।
প্রজাপতি উড়ছে ফিঙ্গে ছুটছে তার পিছে।
ফড়িং লাফাচ্ছে ধান ক্ষেত থেকে পাট ক্ষেতে,
তীক্ষ্ণ দৃষ্টিতে কবুতরগুলো
উপর থেকে দল বেঁধে সর্ষে ক্ষেতে।
আমি আইল ধরে যেতে যেতে
খেজুর তলা ছেড়ে বাবলা তলা হয়ে
তালসারিতে দাঁড়িয়ে।
সবুজ ফসলের বুকে পঙ্গপালের উল্লাস,
ফসলের মাঠে প্রকৃতির উচ্ছ্বাস।
পিপাসায় তৃষ্ণা মিটায়
খেজুর তলায়।
মাটির কাছাকাছি হৃদয়ের সাথে
মিশে যায় মাটি তার সাথে আপন মাঠে।
রাখাল ঘাস তোলে মেঠো সুরে
গরুগুলো মুখতুলে লেজনাড়ে আলস্যে।
সকাল সন্ধ্য মাঠে ঘুরে ঘুরে
মাটির মমতা টানে আইল ধরে যেতে যেতে
এক হয়ে মিশে যাই আত্মার টানে।
প্রকৃতির সাথে মেঘ রোদ বৃষ্টির সাথে
বাংলা মায়ের ঘ্রাণে।
বিলে ঝিলে শতদলগুলো
মুখ উঁচু করে চেয়ে থাকে, দেখে নেয় সব।
ডিঙ্গি নৌকা বেয়ে যেতে যেতে
আপন ভূবনে ফসলের মাঠে।