হাসপাতাল , মর্গে, বাড়িতে মৃত্যুর পদধ্বনি!
চুপিসারে চলে যায়, বন্ধ করে দেয় দুয়ারখানি।
হাঁচিতে, কাশিতে সজোরে আঘাত জীবনখানি,
মৃত্যুর মিছিলে প্রতিদিন মুত্যুর খবর শুনি।
অসহায় মানবতার করুণ ছবি মুত্যুর পদধ্বনি,
রেখে চলে গেছে, খবর নিতে কেউ আসেনি।
মৃত্যুর ভয়ে, ফুল দূরে থাক। কেউ ছুঁয়ে দেখেনি;
বিভীষিকাময় ঝড়ে চলে গেছে, দুয়ার কেউ খোলেনি।
মৃত্যুর পদধ্বনি কাঁপিয়ে তুলছে, কাঁদছে জনপদ;
বাঁচার আকুতিতে, যন্ত্রণায়, কাজে লাগছে না সম্পদ।
আত্নীয়-সজন, সন্তান কোথায় সে নিঃস্ব ভালোবাসা!
দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কোথায় সে ভালোবাসা?
সেবা-শুশ্রুষা আর মনের সাহস যখন জীবনে বড় প্রয়োজন,
ছোঁয়াচে বলে, দুয়ার বন্ধ করে, করছে মৃত্যুর অয়োজন।
জীবনে আপন করে যাদের খাওয়েছো দিনরাত শ্রমে,
মৃত্যুক্ষণে, ছোঁয়াছে বলে, তারা গেছে নিরাপদ আশ্রমে।
মৃত্যুর পদধ্বনি ভাবিয়ে তুলছে! মানুষ কতো অসহায়!
প্রেম-ভালোবাসা সবই তুচ্ছ, বিপদে পড়লে বোঝা যায়।
অনুভূতির অণুরণ আজ মহপ্রলয়ে মানবতা অনন্ত গহবরে,
করুণ আর্তি অনুভবের ভালোবাসা সভ্যতা অন্ধকারে।
(২৪ জুন ২০২০)