ভৈরব, কপোতাক্ষ, হরিহর নদের বালুতটে;
ভেজা চুলে হাটে সোনালী রোদে
কাশবনের মাঝপথে।
ভেজা চুল ওড়ে শাড়ির আঁচলে ঢাকে,
আর কাশফুল ছিঁড়ে মুঠো পুরে থাকে।
বেদনার মাঝে ভালোবাসার জোয়ার
পালতোলা নৌকা দেখে থমকে দাঁড়ায়!
বিদায় জানায় হাত তুলে,
আবার চলে---
উড়ে যাওয়া বকের সারি দেখে
আপন কল্পনায় বকের মতন
অভিসারে চলে বকের সাথে মন ।
আকষ্যৎ ভেজা চুল উড়ে মুখে পড়তে
স্বপ্ন খান খান!
শাড়ির আঁচলে মুখ মুছে, চুল সরিয়ে
আবার চলে---দূরে তাকিয়ে,
মাছরাঙ্গা আর চিল উড়ে যেয়ে বসে
ফুলেভরা কৃষ্ণচূড়ার ডালে,
ফুল আর পাখির মাঝে হারিয়ে দোলে!
কাশফুল হাতে মেঘলা দুপুরে কাশবন ছেড়ে
নারিকেল সুপারি খেজুর সারির আলে
একহাতে কাশফুল, অন্যহাতে খেজুর গাছ ধরে
তাকিয়ে দূরে দূরে --
ভেজা চুল ওড়ে শাড়ির আঁচলে ঢাকে।
(২৯ জুলাই ২০১২)