চারিদিকে থৈথৈ গৈরিক গলা জল,
হাহাকারের রব ওঠে চিৎকার অবিরল।
বানভাসি মানুষের দেখো ঐ সীমাহীন কষ্ট,
জান মালের সবকিছু হচ্ছে যে নষ্ট।
ছোট ছোট শিশুগুলো যাচ্ছে ভেসে অসহায় তাকিয়ে,
সাহায্য করার কেউ নেই, ঢেউয়ে যাচ্ছে নিয়ে।
ডুবছে বসতবাড়ি-পথঘাট, দাঁড়ারার ঠাঁই নাই,
খাদ্য আর পানির অভাবে জীবন যে যায় যায়।
যে যা পারো সাহায্যে এগিয়ে এসো,
বানভাসি মানুষদের ভালোবাসো।
কাল সবকিছু ছিল আজ দেখো অসহায়,
মানুষের দুর্দিনে সাহায্য করো সবাই সেথায়।
(২৫ আগস্ট ২০২৪; রাত; ০২:৩০)