ভালোলাগা থেকে এ দেশটাকে ভালোবাসি,
আমি মা-মাটি-মাতৃভাষার এক সেবাদাসি।
জন্মেছি এই দেশে অঙ্গে মাটি এই বাংলার,
ভালোবাসি মাকে, বাংলা আমার অহংকার।
ধুলিমাখা মেঠো পথ আর শ্যামল সবুজ মাঠ,
এই বাংলা শিখিয়েছে আমার পড়ার প্রথম পাঠ।


০১ ডিসেম্বর ২০১০