কি বলব আমি আর কি লিখব কথা!
মুখে বলে ভালো আছি, অন্তরে ভীষণ ব্যথা।
কে জানে কোথায় কার ব্যথা!
কোথায় আছে কাজের সততা?
আমি বুঝি আমার ব্যথা, কষ্ট জীবন;
ভয় হচ্ছে আমার, ভয় যে আমার ভীষণ।
তাই ভয়ে আছি , কাজের সততা নাই।
কে কার দুষমণ? কে দিবে অভয়।
(রচনাকাল: ২৪ ডিসেম্বর ২০১৯)