শিশিরভেজা রোদ ঝলমল সবুজ গায়ের মাঠ,
শর্ষে ফুলের হলুদ শোভা মাঠের পরে মাঠ।
সোনালী ধান কাটছে চাষী কণ্ঠে মধুর গান,
ধানের ছড়ায় স্বপ্নবোনে জুড়ায় তাঁদের প্রাণ।
নবীন ধানের গন্ধ ভাসে মাঠ পেরিয়ে উঠান,
স্বপ্নহাসে জীবন জাগরণে আগামীর ঘ্রাণ।
নাড়রবোনে বাজায় বাঁশি মায়াবী মধুর সুরে,
নবান্নের ঐ গন্ধ আসে গ্রাম ছাড়িয়ে দূরে।
কি অপরূপ! মায়াবী রূপ, সোনালী ঐ মাঠ;
দূর নীলিমায় হারিয়ে যায় আবীর রাঙা তট।
নবীন ধানে নবান্নের উৎসব বাজে আলোর বীণ,
মাটির ঘরে আজকে চাষীর আলো ঝলমলে দিন।
(১৪ নভেম্বর ২০১৭)