সমর্পিত আত্মার ঘুর্ণিতে নীরব কথোপকথন
প্রবাহিত কালান্তরের ভ্রান্ত বাসনায়,
মোহনীয় মায়ার মহাকালে----
কালনিরবধি চলে অনন্ত প্রতিধ্বনি।
নভোনীলে প্রতিবাদের ধুলোরোদ
অরণ্যের সবুজপথে গ্রীবাভেদে
বিষাদের ছায়াপথ।
দহন গাঁথা রেখাপথে রক্ত কুহকের গান!
বাড়-বাড়ন্তিতে পরজীবি স্বর্ণলতার আলিঙ্গন।
মেঘে মেঘের চুম্বনে বিজলী চমকায় শূন্যে,
মহুয়ার মাদকতায় সমর্পিত জীবন, ভ্রান্ত বাসনায়।
(১৫ জুলাই ২০১৭)