ফাগুনের বাতাসে খুঁজে পাই
যৌবনের উত্তাপ। জাগায় প্রাণ,
সবুজ পাতার ফাঁকে মুকুলের আগমণে
শুনি, নবীনের জয়গান।
কোকিলের ডাকে প্রাণ আনে
ঋতুরাজ বসন্তের ঘরে,
ফুলে ফুলে ভরে অভিমান ভুলে
ডুব দেয় অনুভূতির সাগরে।
নিস্তেজ মন কুয়াশা ছেড়ে
আড়মোড়া দিয়ে জাগে প্রাণবন্ত,
নবযৌবন ফিরে পায় প্রকৃতি
বিচিত্ররূপে সাজে বসন্ত।
নদীর বাঁকে আম-কাঁঠাল-খেজুরের বনে
বাংলার রূপ ফুটিয়ে তোলে,
ফাগুন পূর্ণিমার মেঘহীন মেঠোপথে
মনমাতানো প্রকৃতি দোলে।
ফাগুনের কোলাহল প্রকৃতির জাগরণ
নবযৌবনের জয়গান,
ফাগুনে ঝরাপাতার অনুভূতি, কচিপাতা
ফুল-পাখিদের মেতে ওঠা দুরন্ত প্রাণ।
ফাগুনের মাঝে খুঁজে পাই
যৌবনের তেজ, নবীনের জাগরণ;
ফাগুন দিয়ে যায় মানব মনে
প্রকৃতির সাম্যের জাগরণ।
(১৩ মার্চ ২০১২)