ভুল পথে নিয়ে যায় লোভ-লালসায়,
বিবেক-বুদ্ধি লোপ পায় ঐ লোভের তাড়নায়।
নীতিহীন(অন্ধ) বিবেকের ব্যক্তি গোষ্টি জাতি,
দিশেহারা! পথ পায় না খুঁজে, অধঃপতিত রাতারাতি।

দেশ-জাতির উপর ভর করে অপশক্তি! হাঁটে উল্টো পথে,
ভুলে ভরা পথে হেঁটে সমস্যা বাড়ায় পরতে পরতে।
অনিয়ম অপরাধ দুর্নীতিকে সায় দেয় অন্ধ বিবেক,
প্রতিরোধ না করে জ্ঞানী-গুনি সুশীল সমাজ পুষে রাখে বিবেক।

ক্ষমতার ছত্রছায়ায় কর্তব্য ব্যক্তি ঘুসের নেশায় অন্ধ,
সামাজিক দায় বদ্ধতা সেতো অর্থের কাছে সব বন্ধ।
লোভ-লালসা, অনিয়ম, দুর্নীতি রূপ নেয় সামাজিক ব্যাধিতে;
সত্য থাকে আড়ালে, সত্য মার খায় স্বজনপ্রীতির যুক্তিতে।

অন্যকে ঠকানো, মিথ্যার প্রশ্রায় আর দায়িত্বের অবহেলা,
অন্ধ নীতিহীন বিবেক সমাজকে ঠকাচ্ছে সারাবেলা।
অন্ধযুগ পেরিয়ে আমরা দাবি করছি সভ্য সমাজের মানুষ,
অন্ধবিবেকে সত্য-মিথ্যা মিশিয়ে আমরা হচ্ছি নব্য ফানুস।

আমাদের দেশ জাতি সমাজ ভরে উঠুক সত্য সুন্দর আলোয়,
জেগে উঠুক মানবতা, আমাদের বিবেক ভরুক সত্য স্বচ্ছতায়।
                (০২ জানুয়রি ২০১৯)