পথে পথে জমাট বেঁধেছে কুয়াশা
ঘুমন্ত ছবির মতো গ্রামটিতে;
জোনাকিপোকারা চলে গিয়েছে উষ্ণতার খোঁজে।
মাঝে মঝে দু’একটি ঝিঁঝিঁ পোকা
প্রচণ্ড একঘেয়েমি চিৎকারে গা গরম করছে।
কুকুর বিড়ালগুলো গৃহস্থলির খাওয়া শেষে
চলে গিয়েছে খড়-বিচলি গাদায়।
হিম কুয়াশার অনন্ত শীতে লেপ গায়ে
ক্লান্ত শরীরে কৃষক বাবু নাক ডাকছে।
ঘুমন্ত এই অনন্ত শীতে, মাঝ রাতে হেঁটেছি।
হিম কুয়াশায় বৈদ্যুতিক বাতি
জ্বলছে আর ফ্যাকাশে হচ্ছে,
সবুজপাতা থেকে অশ্রু ঝরছে টুপটাপ শব্দে।
খেজুর গাছগুলো সারি বেঁধে
এক পায়ে দাঁড়িয়ে হাসছে;
সরিষাফুল আর মটরশুটি ক্ষেত
কুয়াশার সাথে লুকোচুরি খেলছে।
ঘুমন্ত এই মায়াবী গ্রামকে যেন চুমু দিচ্ছে,
অন্তত এই শীত কুয়াশা।
লুকোচুরি খেলছে শুভ্র কুয়াশা আর ঘুমন্ত গ্রাম,
শীত কুয়াশায় ধুয়ে দিচ্ছে প্রকৃতি।
(২৩ জানুয়ারি ২০১২)