তোর প্রেমে হাবুডুবু খেয়ে
উড়ছে প্রেমের পায়রাগুলো,
গোধুলির রঙে রঙ মিশিয়ে
আঁকছি বসে ভাবনাগুলো।
চাওয়া পাওয়ার হিসাবগুলো
দূরে থাক। ডুব দিই চল প্রেম যমুনায়,
তোর প্রেমের স্বপ্নগুলো
ভাবছি বসে রঙিন কল্পনায়।
কোলাহল ভীড় ছেড়ে
চল্ যাই প্রেমের মোহনায়,
তোর প্রেমের কল্পলোকে
উড়বো দু’জন প্রেমের ডানায়।
স্বপ্নচূড়ার রঙধনু রঙে রাঙিয়ে
তোর প্রেমের ভাবনাগুলো
রাখবো সাজিয়ে, হৃদয়ের মণিকুঠরে;
তোর প্রেমের ভাবনাগুলো।
( ০৪ নভেম্বর ২০১৭ )