ভুলের মাসুল দিচ্ছে প্রতিনিয়ত
যে ভুল শুধরানো যায় না,
যার প্রতিকার নেই
ক্ষমা চাওয়া যায় না।
ভুল হলে প্রতি পদে পদে ভুল,
আঘাতে আঘাতে দিচ্ছে মাসুল!
ঘৃণাভরে অবজ্ঞা কথায়-কাজে
ভুলের আগুনে পুড়ে অঙ্গার,
জীবনে ভুলের অভিশাপে অভিশাপ্ত
নির্বিঘ্নে আঁধারে নিমজ্জিত একাকার।
ভুলগুলো বিশ্বাসে ক্ষত চিহ্ন এঁকেছে,
মর্মাঘাতে হৃদয় পীড়নে কেঁদেছে।
আয়-ব্যয় হিসাব মেলাতে বাকিরখাতা
বিশ্বাসের বদলে অবিশ্বাসই সততা,
ভুলের তিলক আঁকে অবিশ্বাসে
নবজীবন পায় না খুঁজে বিশ্বাসে।
(২৭ সেপ্টম্বর ২০১৩, শুক্রবার)