শত্রুকে শত্রু ভাবো
বন্ধু ভেবো না,
শত্রু তো শত্রুই
শত্রু কখনো বন্ধু হয় না।
দুর্দিনে যে বন্ধু হয়
সে কখনো শত্রু নয়,
সুদিনের ঐ মৌমাছি
বিপদ কালে চেনা যায়।
তুমি আমি সবাই মানুষ
কিন্তু ক'জনে বন্ধু হয়,
টাকার পিছে সবাই ঘোরে
লোভ-লালসা ছাড়তে হয়।
কেবা আপন কেবা পর
বিপদকালে বন্ধু চেনা যায়,
শত্রু মিত্র চারিধারে
সবাইকে বিশ্বাসকরা ঠিক নয়।
শত্রুকে শত্রু ভাবো
তবেই থাকবে না ভয়।
শত্রু আর বন্ধু
কখনো এক করো না,
তেল দেয়া আর
তোষামোদি এক জিনিস নয়!
চাটুকারিতা আর অতি প্রশংসা
কখনো এক নয়।
সুসময়ের বন্ধু প্রকৃত বন্ধু নয়,
দুর্দিনের বন্ধুই আসর বন্ধু হয়।
দুধের মাছি, মৌসুমি পাখি নিয়ে ভয়
তারা খেয়ে পরে চলে যায়।
তবুও সুসময়ের বন্ধুদের নিয়ে
মেতে রয় সর্বদাই,
ততোদিন তোষামোদি,
যতদিন থাকে গদি।
তোমার শত্রু আমার শত্রু
ঘরের শত্রু বিভীষণ,
তোষামোদি আর শত্রুকে
শত্রু ভাবো সর্বক্ষণ।
শত্রু তো শত্রুই
শত্রু কখনো বন্ধু হ না,
মীরজাফর আর মোশতাকদের
দেশবিরোধী হতে বিবেকে বাধে না।
(০১ সেপ্টম্বর ২০১৮)