স্তব্ধ নীল আকাশে ভোরের সূর্য দেখি
                        মৌন ঘুমের উষ্ণ স্পর্শে,
অন্তহীন দৃশ্যের অপরূপ ভোরে তারই আকর্ষে
একান্ত মৃদ্রু মাটির শিকড়ে গাঁথা
সঙ্গোপনে নির্মম মহুর্তে সে সময় বৃথা
অস্পষ্ট অভ্যাস থমকে দেয় যৌবন জীবন
বঞ্চনায় তিমির আঁখিতে জ্বলে আপন ভূবন।
          রাত্রিময় মাধুর্য ছড়ায় মিলান্ত নীলে
অন্তহীন পটভূমিতে ক্ষুধায় সুধায় ওঠে দুলে।
রূপচোরা প্রেত, দস্যুরা ছোটে সরাবখানায়
                  গুপ্তপথে হিম সন্ধ্যাবেলায়।
ততক্ষণে নীল আকাশ ফর্সা হতে থাকে
    অমরত্বের লোভে রঙের ঝলক বুকে।
ক্ষুব্ধ উদাসীন বিদায় বেলায় জীবন প্রশাখা,
রূপান্তরের শোক পরাজয়ে পথেই দেখা।
কোমল জ্যোৎস্নায় জোনকিরা জ্বলে অনন্তকাল,
সে আলো নেভে ভোরের আলোতে চিরকাল।
রাত্রির পথে অন্তহীন আলো খোঁজে উত্তরাধিকার,
ছায়ালোকে থমকে দাঁড়ায়ে কেড়ে নেয় অধিকার।
জীবিকার টানে জর্জরিত শুভক্ষণে ভুলোমনে,
রজনী পেরিয়ে অন্তহীন পথে মায়ার টানে।
জীবিকার টানে সে পথে সোনালী প্রভাতে,
স্মৃতি চিহ্ন খোঁজে প্রীতির স্পর্শ দু’হাতে।
(রচনাকাল: ২৮ জুলাই ২০১৯)