আলোকিত মানুষ হতে মহামনীষিদের জীবনাদর্শ ধরো,
স্বশিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশ-জাতির কল্যাণ করো।
যুগোপযোগী শিক্ষা ছাড়া জাতি সম্মুখে পথ হারায়,
শিক্ষা ছাড়া জাতি কুসংস্কারের দিকে ধাবিত হয়।
উচ্চ শিক্ষিতরা কম কাজে সুয়োগ সুবিধা নেয় বেশি,
অশিক্ষিতের কথায় কাজে দোষ থাকে বেশি বেশি।