নিয়মিত জ্ঞান চর্চায় পরিশীলিত আদর্শ জাতি হও,
বিদেশে না পালিয়ে আপন মাতৃভূমিকে কিছু দাও।
সকল ভালো ছাত্র-ছাত্রী কি জীবনে প্রতিষ্টিত হয়!
সঙ্গদোষে অনেক ভালোরা মাঝ পথে ঝরে যায়।
জ্ঞান মেধা শ্রমের সমন্বয়ে আসে শিক্ষার সাফল্য,
জ্ঞানের সাগরে ডুব দিয়ে চিত্তকে রাখো সর্বদা প্রফুল্ল।