কারিগরি শিক্ষায়, উদ্ভাবণী জ্ঞানে এগিয়ে যাও,
নৈতিক জ্ঞানে মূল শিক্ষা দর্শনের সঙ্গি হও।
মেধা মনন দর্শণে আদর্শ জ্ঞানে নৈতিক জ্ঞান বাড়াও,
দুর্নাম ঘুচিয়ে লেখাপড়া শিখে মাথা তুলে দাঁড়াও।
শিক্ষা সভ্যতা সংস্কৃতি দর্শণ আজ চরম সংকটে,
স্কুলে পড়ালেখা নেই তাই তো পড়া ছেড়ে বকাটে।
শিক্ষা হলো জ্ঞানের নিয়মিত চর্চা সমন্বিত প্রয়াস,
পুথিগত বিদ্যা সাময়িক সাফল্যের শেষে করে হতাশ।