শিক্ষার মূল সংকট দর্শণে, গবেষণায় নিয়মিত চর্চা;
বিদ্যালয়ের মূলকাজ জ্ঞান সৃষ্টি করা, নৈতিক জ্ঞান চর্চা।
বৈশ্বিক মানদণ্ডে আমাদের ঈর্ষণীয় সাফল্যের কাজ,
সময়ের সাথে ডুবতে ডুবতে তলানিতে ঠেকেছে আজ ।
আমাদের উঁচু মানের কেরাণী তৈরির শিক্ষা ব্যবস্থায়,
গবেষণামূলক কাজ হোঁচট খাচ্ছে উদ্ভাবণী প্রতিভায়।