একুশ যুগিয়েছে শক্তি-সাহস
একুশ দিয়েছে ভাষা,
একুশ করেছে উদ্দীপ্ত আমার
একুশ দিয়েছে আশা।
একুশ দিয়েছে অস্তিত্ব আমার
একুশই আমার ভরসা,
একুশ দিয়েছে জাতিসত্তা
একুশই আমার আশা।
একুশের বলে বলিয়ান হয়ে
ছুটেছি দেশ-মাতৃকায়,
একুশ দিয়েছে শক্তি-সাহস
একুশের মায়া মমতায়।
একুশ দিয়েছে সম্মুখে পথ চলার
আশার প্রদীপ শিখা,
একুশ শিখিয়েছে মা-মাটি-মাতৃভাষার
ভালোবাসা আর শত্রুর বিরুদ্ধে রোখা।
একুশ দিয়েছে মুক্তির স্লোগান
দামাল হাওয়ার অগ্নিস্ফুলিঙ্গ,
একুশ দিয়েছে সংগ্রামরত বাঙালির
মুক্তির সুনির্দিষ্ট পথ, এ বঙ্গ।