আমি কখনো দেখিনি সেই মহান নেতাকে!
ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছি ,
শুনেছি হৃদয় ভরে।
তাঁর বজ্রকণ্ঠস্বরে জোয়ার জাগিল ঘরে ঘরে।
আজ শুধুই স্মৃতি।
টুঙ্গিপাড়ার স্মৃতি সমাধি।
সব হিংসা বিদ্বেষ ছেড়ে ছুড়ে চলো
ঘুরে আসি ৩২নম্বরে আর টুঙ্গি পাড়ায়,
শান্তি পাবে মহামানবের স্মৃতি কথায়।
জানতে পারবে অভ্যুদ্বযের ইতিহাস পরিচয়।
ঘাতকের বুলেটে, নিষ্প্রাণ দেহ
শিউরে উঠে! দেখবে সে ছবি,
জল টলমল ঝাঁপসা চোখে দেখবে
মনে হবে কথা বলছে বাংলাদেশের রবি।
চরিত্রে কালিমা লেপে, কুৎসা প্রচারণা করেছে
ওরা সেই থেকে অবিরত!
বাংলাদেশ জেগেছে আবার,
টুঙ্গি পাড়ায়
ফুল হাতে মানুষ শতশত।
জেগেছে বাংলাদেশ, জেগেছে বিশ্ব
মহান নেতার স্মরণে,
বিশ্ব কাঁপানো জয় বাংলার স্লোগানে।
যদি বাংলাভাষাকে ভালোবাসো,
বাংলাদেশি হও,
একবার ঘুরে এসো টুঙ্গি পাড়ায়!
হয়ত কিছুটা ঋণ শোধ হবে তোমার আমার
বাংলাদেশকে পাবো তাঁর গৌরব মহিমায়।
(১৫ আগস্ট ২০১১)