সম্মুখে গগনে আমি পিছনে বিশাল ছায়াভূমি
একা থাকাতে যত ভাবনা,
একা! আমি বড় একা কার সাথে করি দেখা !
দূরে দূরে আর র’ব না।
কেবা আছে কেবা কার সবাই তো আপন পর
সবাই জ্ঞান দেয় শুধু
এ সব নীতি সাধু বাক্য কাগজ কলমের সাক্ষ্য
ধরণীর ধরাতলে কাঁদে বধু।
তুমি আমি মিলে ভবে অখিল ভূবনে র’ব সবে
গরমিল, কোথায় যেন কি !
করছে হাঁকাহাকি ডাকাডাকি একাকি নাহি থাকি
হিসাব নিকাশে থাকে বাকি !
থাক বাকির খাতা উল্টাতে হবে জীবন পাতা
মানবের কল্যাণ ভাবি আমি
তোমায় আমায় মিলে আজ করতে হবে কাজ
তবেই হতে পারি নামী।