এক সুরে দেশ জুড়ে গাও আজ বিজয়ের গান,
‘আমার সোনর বাংলা ’ বাংলা বাঙালির প্রাণ।
স্বজাতির ইতিহাস বিজয়ের কথামালা;
সময় এসেছে আজ বিজয়ের গল্প, মুক্তির কথাবলা।
দুর্নীতি দূরে ঠেলে, স্বজনপ্রীতির পিছু ছেড়ে,
বিজয়ের গান গাও আপন হৃদয়ে ভক্তি শ্রদ্ধা জুড়ে।
মিথ্যা ইতিহাস শিখে, যেও না প্রচার স্লোগানে,
পুঁজিবাদীর মুক্তঅর্থনীতির মানে ক’জনে জানে!
‘আমার সোনার বাংলা ’- এক সুরে গাও দেশ জুড়ে,
সকল অপকর্মের বিরুদ্ধে জেগে ওঠো দেশ জুড়ে।
স্বদেশের মুক্তির কথামালা বিজয়ের গান অপূর্ব ঘ্রাণ,
এক সুরে সবাই মিলে গাও বিজয়ের মুক্তির গান।
( ২৫ ডিসেম্বর ২০১০)