এক পশলা বৃষ্টির ছোঁয়ায় পাইনি স্নিগ্ধতা
এক মুঠো ভালোবাসা দেবে!
ঐ রংমহলে প্রবেশাধিকার নেই।
ভোরের শিশিরে পাইনি যৌবনের স্বজীবতা
এক মুঠো ভালোবাসা দেবে!
যে মমতায় আনতে পারে এক বিন্দু উষ্ণ।
কৃত্রিম আলোর পরশ বুলিয়েছি বুকে
ভেজা মাটির গন্ধ শুকে শুকে।
উপলব্ধির সহমর্মিতার মমতায়
এক মুঠো ভালোবাসা দেবে!
যা অশ্রুসিক্ত হৃদয়ে জড়িয়ে থাকা যায়
ফুল ফাগুনের বসন্তে
নব পল্লবে পাখির গুঞ্জনে।
নবান্নের মৌ মৌ উৎসবে,
পহেলা বৈশাখে বাঙালির বর্ষবরণে!
কিংবা নলেন গুড়ের শীত পীঠার সৌরভে;
এক মুঠো ভালোবাসা দেবে!
ঐ দেখ সেজেছে বসুন্ধরা,
মেতেছে ফুল পাখি প্রকৃতি।