স্মৃতিগুলো তাড়া করে স্বপ্নের মাঝে
কুৎসিত প্রাণিগুলো পিছে পিছে খোঁজে।
জোনাকি পোকার আলোতে তাকালাম
তবু দুঃস্বপ্নের মাঝে নীড় অজানা দেখলাম।
রাত্রিশেষে স্বপ্ন বোনে,
প্রেমময় বন্ধুর আহবানে।
বর্ণময় মেঘের আভায়,
হারানো নদী মোহনায়,
নিঃসঙ্গ সুড়ঙ্গপথে তিমির রজনিতে
ঝরাপাতার দেশে,
অহরহ জেগে উঠি মাঝরাতে।
কল্পলোকের উদভ্রান্তে আবার ঘুমাই,
স্বপ্নগুলো তাড়া করে দুঃস্বপ্নের যন্ত্রণায়।
স্বপ্ন ঘ্রাণ আঁধারে ছুঁয়ে যায়
অজানা স্বপ্ন যাত্রায়।
শ্রীহীন দুঃস্বপ্নের বেড়াজালে
স্বপ্ন থেকে যায় আড়ালে।
(২৯জুন ২০০৯)