ওরা হত্যা করছে আমার দেশকে
মৃত্যুর কফিনে ফুল দিয়ে পিছে হাঁসে,
রুমাল দিয়ে মুখ ঢাকে
চোখে তাই কৃত্রিম জল।
জানতে চাও ? এসব আমাদের চরিত্র
কী আশ্চার্য আমাদের সম্পর্ক!
আমি চাইছি দেশের মানুষের কাছে
ঘৃণা করো ! এসব অমানুষদের ।
এদের মুখে কালি লেপ্টে দাও
এরা আমাদের সবার দুশমন,
নিজ স্বার্থে এরা জবাই করতে
পারে আপনাকে।
খুবই হিংস্র ওরা
দেশ ও জাতির দুশমন ওরা
মুখে বড় বড় বাণী
সর্বদা সুয়োগ সন্ধানি।
এসব আমাদের সমাজের চরিত্র
মানব চরিত্র।