দুর্নীতিতে আছি মোরা
                 দুর্নীতিতে বেশ,
দুর্নীতিতে র্শীর্ষ মোরা
                দুর্নীতিতে বেশ।
স্বজনপ্রীতি নিয়েই মোরা
                  দুর্নীতিতে বেশ।
তোষণ-পোষণ-শোষণ
এই নীতিতে আছি মোরা
                 এই নীতিতে বেশ।
দুর্নীতিতে আছি মোরা
                     দুর্নীতিতে বেশ।
তোষামোদি করেই মোরা
                   যাচ্ছি চলে বেশ,
আসল ছেড়ে নকলের পিছে
                ছুটছি মোরা বেশ।
দুর্নীতিতে আছি মোরা
                     দুর্নীতিতে বেশ,
নিজে ঠগি অন্যের ঠগাই
অফিস আদালতে সবখানেতে ভাই
দুর্নীতিতে আছি মোরা
                     দুর্নীতিতে বেশ।