হতাশার মাঝে আশা; যেন সব ভাসা ভাসা,
কখনো নিরাশা! বেদনার মাঝে আশা;
দুর্দিনে বেঁচে থাকা!
হু হু করে বাড়ছে জিনিসের দাম, ঘুম যে হারাম!
দিন মজুরেরা পয়ে ফেলে মাথার ঘাম,
রক্তচোষা মানুষের বাড়ে আরাম।
মিছিলে মিটিং-এ তাদের কথা, সমবেদনা অযথা!
গোপনে মনে মনে ষড়যন্ত্র
হতাশা থাকে সারাবছর জুড়ে।
শূন্য হাতে দ্বারে দ্বারে ঘোরে,
না খেয়ে না পরে , ছোটে মহাজনের দ্বারে;
চড়া সুদে ধার আনে, হা হুতাশ বাড়ে, সে ফন্দি আঁটে,
দুর্দিনে বেঁচে থাকে বটে!
নিরাশা হতাশায় দিন কাঁটে।
হানাহানির রাজনীতি ঐ দুঃখী মানুষের নিয়ে,
গরিবের বরাদ্ধ চলে যায় শাষক শ্রেণির দখলে।
কালবৈশাখীর আঘাতে, বন্যা জলের ব্যাঘাতে;
বৃষ্টি আর রৌদ্রে পুড়ে
দেনায়, নবান্নের উৎসব ফিকে হয়ে যায়।
সংসার চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে,
রোগ-ব্যাধি-অনাটন থাকে দাঁড়িয়ে।
দুর্দিনে বেঁচে থাকা, সুদিনের আশায়।
ছিন্নমূল মানুষের কথা, তাদের দুঃখ ব্যথা;
নুন অনতে পান্থা ফুরায়,
নির্মম পরিহাস ভাগ্যের চাকায়।
এলিট শ্রেণিরা যত ভাবে ঐ টকশোতে,
তারপর যায় বিদেশ ভুইতে।
দুখীদের জীবন কষ্টে কাটে,
দুর্দিনে বেঁচে থাকে , সুদিনের আশায়।
(৩০মে২০০৯ ইং)