দূর নীলিমায় তাকিয়ে থেকে
অনেক কিছু ভাবতে থাকি,
তাই তো আমি স্বপ্নরাঙা ছন্দ-ছড়ায়
জন্মভূমি আঁকি।
চাঁদনি রাতে মিষ্টি হেসে
ফুল-পরিদের সুবাস নিয়ে,
জ্ঞানের আলোর সঠিক পথে
স্বদেশভূমি গড়ি।
দেশমাতাকে ভালোবেসে
লাল-সবুজের স্বপ্ন নিয়ে,
সঠিক পথে এসে, স্বদেশ গড়ি।
ফুল-ফসলের শ্যামল শোভায়
দিগন্ত জোড়া পাহাড় চূড়ায়
মা-জননীর স্বদেশপ্রেমে
সোনার বাংলা গড়ি।
ঝর্ণা-নদীর কলতানে
প্রজাপতির রূপের মোহে
ফুল বসন্তের তরুলতায় স্বদেশ গড়ি।
ষড়ঋতুর অপরূপ রূপের মোহে
স্বপ্ন নিয়ে ভাবতে থাকি,
স্বপ্নভরা প্রেমের শোভায়
আপন মনে জন্মভূমি আঁকি।
(১২ অক্টোবর ২০১৭, মঙ্গলবার)