তোমার হাতের ছোঁয়ায় ছুঁয়ে যায় হৃদয় মন,
খুঁজে পাই সুপ্ত ভালোবাসার ভালোলাগা প্রিয়জন।
চোখের ভাষা বুঝি আর ঠোঁটের কাঁপুনি,
কানে কানে কথাশুনি সুপ্ত প্রেমের গোঙ্গানি।
মনের অলিগলিতে চলে দুষ্টমি ঐ চোখের তারায়,
স্বপ্নশিহরণ স্বপ্নপূরণ চির নতুন সুপ্ত প্রেমের ধারায়।
সে হাসি রাশিরাশি খেলা করে মনের আঙ্গিনায়,
ভরা যৌবনে সুপ্তপ্রেম মানস মনে অভয় দেয়।
উড়ো উড়ো মন ঘোরে সারাক্ষণ দিবানিশি ধরে,
স্বপ্ন শিহরণ হৃদয় হরণ অপলক আঁখি নাহি সরে।
(রচনাকাল: ০২ অক্টোবর ২০১৯)