দু’চোখ ভরা স্বপ্ন আমার
বাংলার মা-মাটি-মাতৃভাষা ঘিরে,
বাংলা মায়ের সবুজ শ্যামল আঁচলে
যাই ফিরে ফিরে।
অশ্রু গ্লানি অপমান ভুলে
ছুটে চলি উজ্জ্বল নক্ষত্রের আশায়,
দীর্ঘপথ হেঁটেছি আমরা দরদমাখা
বাংলা মায়ের ভালোবাসায়।
কতো সে ঝড়! কতো সে বাঁধা!
অন্তহীন আগুন তেপান্তরের পথ
পাড়ি দিয়ে! স্বাধীন বাংলায় কুচক্রীর
কূটচালে কতোটা আমরা সৎ!
দু’চোখ ভরা স্বপ্ন আমার স্বাধীন
বাংলাদেশের পতাকা নিয়ে,
স্বপ্নবুনি, পথ দেখাই আগামীর পথে
সোনার বাংলাকে নিয়ে।
বিচিত্র পাখির অপরূপ নদীর
নৈসর্গিক পাহাড় বনের দেশ,
বহুরূপী ঋতুচক্রের অপূর্ব আভার
অনন্য উৎসব-সংস্কৃতির দেশ।
দু’চোখে স্বপ্ন ভাসে আবার যেন
জেগে উঠি জ্ঞানে মেধা মননে,
অভিমান ভুলে জেগে উঠি
সোনার বাংলার সোনালী গগনে।
কবি লেখক রাষ্ট্রনেতা সুশীল সমাজ
মুক্তবুদ্ধির বিবেক প্রাণ,
জাতিকে দু’চোখে স্বপ্ন দেখাও,
জাগাও জাতিকে, দাও কর্মের ঘ্রাণ।
(১৭ ডিসেম্বর ২০১০)