রবীন্দ্র, নজরুল, ভাষাণী, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু;
স্বপ্ন দেখে আশা নিয়ে শ্রম দিতে ভুলেনি একবিন্দু।
হয়ত এদের মতো সম্মাণী আদর্শ ব্যক্তি নই,
শ্রম মেধা মননে প্রেরণায় হতে পারি তাঁদের সই।
কণ্টক পথ, শ্বাপদসংকুল জঙ্গল এ জগতে,
ভালোবেসে আপন করতে হবে প্রকৃতিতে।
মানবের মাঝে মানবতা নিয়ে সম্মুখে চলো,
আত্মঅহংকার, লোভ, ভেদাভেদ ছুঁড়ে ফেলো।
আপন করো জাতি বর্ণ ধর্ম সবাইকে,
হৃদয় দিয়ে আপন করো মা মাটি মাতৃভাষাকে।
দেশ জাতিকে বাঁচাও
বেকারকে কর্মসংস্থানের পথ দেখাও।
বৃদ্ধ-যুবক-শিশুকে কাছে টানো
হৃদয় দিয়ে আপন করো,
স্বপ্ন আশা শ্রম দিয়ে
জাতির বুকে নিজের জায়গা তৈরি করো।
দেশ জাতি চায় তোমার শ্রম আর মেধা,
তবেই দেশ জাতি তোমাকে দিবে বীরের মর্যাদা।
জাতির বুকে পাবে সুখের ঠিকানা,
দুর্দিনে সাহস যোগাবে তোমার কর্ম প্রেরণা।
(০৩ সেপ্টম্বর ২০১২)