চোখের নৈঋতে অখণ্ড স্বপ্ন নামে
অদৃশ্য থাবায় কেড়ে নেয় সে স্বপ্ন,
রঙ-বর্ণ সবকিছু মিশে যায়
বিচিত্র হরিণীর অদৃশ্য চিৎকারের ঘ্রাণ।
তারপর বেদনার গন্ধ থেকে জন্মে
গোধুলির উষ্ণতা থেকে সোনালী ভোর,
স্বপ্নের প্রগতিতে স্বপ্ন দোলে
বিবর্ণ পৃথিবীর মায়াজালের ঘোর।
অতৃপ্তির আকাশ ছুঁয়ে ছুঁয়ে
বৈরী পৃথিবীর মাতাল ফুলে বসন্ত নামে,
রাতের চোখে দোলে সোনালী ভোর
স্মৃতির আঁচল টানে সঞ্চিত প্রেমের খামে।
শীতল ছায়ামাখা স্নিগ্ধ নীলিমায়
ছায়াবীথি তলে আলোর প্রবাহ,
স্বপ্নের কোমলতায় আলোর প্রস্ফুটন নামে
সুর লহরির মঙ্গল প্রবাহে ।
স্বপ্ন নামে চোখের তারায়
মানমন্দিরের প্রেমের মোহনায় মনোহর আনন্দে,
বাতাসের গন্ধে সুরছন্দে স্বপ্ন জাগায়
জীবন জাগিয়ে তোলে পথচলার জীবনান্দে।
(১৭ জুলাই ২০১৮)