আজ এ দুর্দিনে, জর্জরিত ঋণে
আঁধার ঝঞ্ঝায় আশা জাগে না মনে
পূর্ণিমা তীথিতে অশ্রু রাশি রাশি
স্বপ্ন সঙ্গিনী গোৗরব শশী
নিষ্ঠুর দুর্দিনের এ স্বর্গভূমিতে
লঘু পাপের গুরু শাস্তি নবীন প্রভাতে।
হেন দুর্দিনে তবু দেখি সুদিনের মুর্তি
      সুদিনের আশায় জেগে ওঠ
                দূর করো ভয় ভীতি।
                                



    (১৭ নভেম্বর ২০০৯)