আনন্দময় এ সংসারে ঘুচাব সব অহংকার!
দুঃখির সেবা করো বন্ধ করো না দ্বার।
গাবো মোরা বিজয়ের গান,
সবাই মিলে করব সেবা-দান।
তবেই পারব করতে দুঃখির অবসান,
পূর্ণ হবে জীবন। বিশ্ব পাবে প্রাণ।
তোমার তো আছে ভুরি ভুরি!
নেই তার কোন জুড়ি,
যাও ভুলে সব আত্মঅহংকার
দুঃখির সেবায় রুদ্ধ করো না দ্বার!
জাগ্রত করো, অন্তর বিকশিত করো সবার,
আনন্দময় করো জগৎ সংসার।
(০৪ মার্চ ২০১১)