কামিনীর নির্ঘুম মাঝরাতে
যামিনীর দংশন পরতে পরতে!
    কালফণা তোলে অপরূপ রূপে
বারবার সরব তোলে মুখে স্বরূপে।
    জলসাঘরে দংশন সে তো কামনারই
রুদ্ররোষে বজ্রপাত; ঐ শোন আহাজারি।
              হৃদয় চূর্ণ আজ  দংশনে,
ক্লান্তি অবিরম স্মৃতিকাতর দীর্ঘশ্বাসে।




( ০৫ জুলাই ২০১০)