আমার খোলা জানালায় বুকভরা শ্বাসে,
প্রাণের দোলা দেয় সবুজ ঘাসে।
দোয়েলের শীস্, চড়ুইয়ের নাচানাচি;
আহ্ ! কি দারুণ শুভ্র-শুচি।
শালিকের নেচেনেচে চলা
সোনালী আলোয় আত্মভোলা
প্রাণের দোলা বুকভরা শ্বাসে
বাংলা গানের আবেশে।
(২৩ এপ্রিল ২০১৭)