ধ্বংসে মেতেছে বিজয়ের উল্লাসে, জনমনে নেমেছে ধস্
হত্যাখুন রাহাজানি হয়রানি দুর্নীতির নিত্য নতুন আভাস।
কোথাও নেই কোন প্রতিকার! জনমনে হাহুতাশ,
ভূমিকম্পের ধসে সবই হবে শেষ, সর্বনাশ।
মেতেছে মানুষ নিত্য কর্মে , বিজয়ের উল্লাসে;
ধোঁকাবাজি দিচ্ছে ওরা আজ অভিনব কৌশলে।
নিরাশা ব্যর্থতা আর শাসিত- শসকের ব্যবধান,
ক্রমবর্ধমান জীবন সংকুচিত বিরাজিত জনমনে ধস্
কালব্যাপী প্রচেষ্টা, নাটকীয় বিবর্তন, নয়া উপগ্রহ
বিকাশমান প্রজন্মের ইলেকট্রনিক্র-এ আগ্রহ।
তাৎক্ষণিক সম্মেলন। ফলাফল কম্পিইটারে, উল্লাস
জনমত জরিপে, বিজয়ের উল্লাসে, জনমনে বিপন্ন ধস্ ।
ঝঞ্ঝা বিক্ষুব্ধ আদিকাল থেকে সৌন্ধর্যের লীলাভূমি এ ভূস্বর্গ,
সুতীব্র সংকট। সমস্যা সংকুলতা ক্রমন্বয়ে ঘনীভূত।
দূর্গের দ্বার রুদ্ধ কুচক্রীর বেড়াজালে আর অপকৌশলে,
উস্কানিমূলক বক্তব্যের উত্তেজনাপূর্ণ ভাষার ফলাফলে।
অসহ্য বেদনা, দহন বিদগ্ধ ধরণীতে ধ্বংসের আভাস
কোথায় কখন কি জানি কি হয়? আতঙ্কের মধ্যে বসবাস!
মিছিলে মিটিং-এ বড় বড় বুলি, সত্যের নয়া পূর্বাভাস।
সুসময়ের বন্ধু প্রশংসায় লালায়িত, জাগ্রত জনতার ধস্ !
আতঙ্কিত জনগণ! ভয়েভীত স্তব্ধ। দেশ-জাতি বিপদ গ্রস্থ।
উদ্বিঘ্ন, চিন্তায়মগ্ন, শান্ত ভদ্র জনগণ ভয়ে ভীত ইতস্তঃত।
চারদিকে আতঙ্ক! মেঘে ঢাকা, কুয়াশায় সব আচ্ছাদিত,
ভয়ে ভীতে থাকি! চিন্তায় মরি! কানাকানি তবু অভিভূত।
আশঙ্কা উৎকণ্ঠা বরং প্রবল। সংকট আরো ঘনীভূত!
কর্মসূচী, শীর্ষ সন্মেলন, সেমিনার, বৈঠক জীবনযাত্রা ব্যহত।
বোমাবাজি, গোলাগুলি, খণ্ডযুদ্ধ যেন মহড়া অভিযান,
বিক্ষুব্ধ জনমনে ধস্ । বিশ্ববিদ্যালয়ে নেই শিক্ষার ঘ্রাণ।
কাগজ-কলম মুক্তবুদ্ধিতে নেই ব্রেন চর্চা! আছে হল দখল।
হিসাব নিকাশে শিক্ষা পশ্চদগামী, অস্ত্র চালাতে দক্ষ পাগল।
ব্যতিক্রম শুধু অসহায় শান্ত নিপীড়িত ঐ পল্লীর আবাস,
সুস্পষ্ট ইঙ্গিত অচিরেই কর্মকাণ্ডে জনমনে নামবে ধস্ !
আধুনিক প্রগতিশীল উন্নয়নমুখী প্রযুক্তিতে কতটুকু প্রাণ
স্বর্প বিষে জীবনের ঝুকি তবু নেই তার পিছু টান!
তবে ভয় কেন সংঘাত ঠেকাতে? কেন এতো সংশয়?
জনমত জরিপে বিজয়ের উল্লাসে জনমনে শঙ্কা ভয়।
প্রতারণার কারসাজিতে, জগত সংসার কর্মে ধোকাবাজি,
চামচামির চাটুকারিতায় উদ্বিঘ্ন শঙ্কিত জাতি আজি।
ভবিষ্যৎ জাতি স্বাধীনতার ইতিহাসে নেই পিছুটান!
জনমত জরিপে, বিজয়ের উল্লাসে দেখি ধ্বংসের ঘ্রাণ।
ঐ যে! ঐ দেখো, উদ্বিঘ্ন বিষণ্ন জাতির দিকে চোখ খুলে
সুস্পষ্ট ইঙ্গিত জনমনে ধরেছে ধস্ । হৃদয় উঠবে দুলে।
জনজীবনে অগ্নি প্রদাহ যেন উৎক্ষিপ্ত অগ্নি উৎপাত
তীব্র যন্ত্রণা, এ কোন প্রদাহ! কখন পোহাবে রাত!
আকাশে বাতাসে বিষবাষ্প, মৃত্যুর মিছিল, শঙ্কার পিছুটান।
মানুষে মানুষে ধ্বংসে মেতেছে পরিবেশই তার প্রমাণ।
চিন্তায় মরে জাতির বিবেক। মুক্ত অর্থনীতিতে বিশ্ব দেখো !
সুশীল সমাজ, বুদ্ধিজীবি, রাষ্ট্রনেতা তোমার বিবেক দেখো।
অতীতের শিক্ষা বর্তমান বুঝে ভবিষ্যতে চলো হে কর্ণধর,
নতুবা, অচিরেই শান্ত অথচ বিস্ফোরিত জনমনে নামবে ধস্ ।