এ জীবনে কতো ব্যস্ততা!
দিনে-রাতে বিরামহীন ছুটে চলা,
মিথ্যা, যশ-খ্যাতি, সম্পদের আশায়
মানুষে মানুষে হানাহানি আর খুনোখুনি।
শুধু কি তাই---
নির্বিচারে গাছ কেঁটে রাষ্ট্রের ক্ষতি করতে চেয়ে
প্রকৃতি তথা নিজের সর্বনাশ ডেকে আনা।
তবুও কি আমাদের হুশ হয়েছে!
মানবতা আজ মুখ থুবড়ে পড়েছে,
আমাদের এ স্বল্প জীবনে-----
অর্জন কিংবা দর্শণ কতোটুকু আছে?
জীবনে সৌন্ধর্যবোধ থাকা জরুরি;
কিন্তু মানবতাবোধ থাকা বাধ্যতামূলক।
তবেই এ জীবন স্বার্থক, সুন্দর হবে।
আমরা আমাদের আভীষ্ট লক্ষে পৌঁছাতে পারব।
পশুত্বকে ভুলে মানবিক গুনাবলীতে ভরবে সমাজ,
আয়নার সামনে দাঁড়িয়ে আত্মসমালোচনা করতে শিখলে
আমাদের সমাজ রাষ্ট্রে মানবিকতায় ভরে উঠবে।
(২৬জুন ২০১৬, রবিবার ১২ আষাঢ় ১৪২৩)