যা কিছু বলার বলো সম্মুখে,
অজস্র কথা লোক মুখে।
তুমি বলো, আমি বলি
পিছে পিছে সব কথা বলি।
সত্য-মিথ্যা, আজগুবি কথা মিশিয়ে,
বলি, আরও বলি অপবাদ দিয়ে।
সম্মুখে মহাসাধু দেখাই,
হুজুর হুজুর করি ভাই।
আর তার অবর্তমানে,
কুৎসা রটনা করি জনে জনে।
নিজের দোষ না দেখে,
অন্যের দোষটা রাখি চোখে চোখে।
সমালোচনার পাহাড় গড়ি,
দোষ-ত্রুটিতে চরিত্র হরণ করে ছাড়ি।
ভালো কাজের প্রশংসার ধারে কাছে নাই,
কাজ বাদে অন্যের দূর্নাম রটাই।
সমাজে একশ্রেণির লোক আছে,
দোষ খোঁজে পিছে পিছে;
এর কথা ওর কাছে,
নাক গলায় অযথা অন্যের কাজে।
অন্যের দোষ খোঁজা ছাড়ো,
আত্মসমালোচনা করো।
(২৭ জুন২০০৯)