তবে, কেন? নির্বিচারে নিরীহ অসহায়
                      রাস্তার গাছগুলো কাঁটছ!
ভেবে দেখেছ কি এর প্রতিফল কত ভয়াবহ?
আল্লাহ্ র নাম নিয়ে রাগে-ক্ষোভে গাছ কাঁটছ,
আর খেটে খাওয়া নিরীহ জনতার
                              পেটে লাথি মারছ!
এটা কোন ধর্ম? কোন মানবতা?
কোথায় তোমাদের মা-মাটি-মাতৃভাষার
                                     ভালোবাসা!
এটা মহান ¯্রষ্টা সহ্য করবে না,
                        প্রকৃতি অভিশাপ দিবে।
এর প্রতিফল তুমি পাবে!
প্রকৃতির অভিশাপ থেকে রক্ষা পাবে না।
এ অভিশাপে দুর্যোগে কেউ রক্ষা পাবে না।
সহিংসতা ভুলে মানবতার পথে এসো
সত্য জেনে সঠিক পথে দেশকে ভালোবাসো,
আমরা সবাই মিলে প্রকৃতিটাকে সুন্দর করি,
গাছের ওপর ক্ষোভ নয়, দেশপ্রেমের পথ ধরি।
আমাদের উপকারে ব্যস্ত গাছ
                তাই বলে কোন এতো অবিচার,
প্রকৃতির অত্যাচার প্রকৃতির দুর্যোগ পৃথিবীময়।
             (২৪ নভেম্বর ২০১৩)