হিংস্রতা, বন্যতা, ক্রুরতা বাদ দাও সবে,
নিরহংকার, কোমল হৃদয়ে মানবদরদী হও ভবে।
বিধিবিধান আইন-কানুন ভেঙ্গো না, থাকো নিয়মে।
তবেই উন্নত সভ্য ভূবনে সকলে থাকবে আরামে।
প্রতিভাবান বলে বসে থেকো না
জ্ঞানের সাগরে ডুব দাও,
জীবনমুখী হয়ে চিন্তাজগতকে বাড়িয়ে
ধরণীকে কিছু দাও।
তুমি জ্ঞাণী মহান প্রতিভাবান বিদ্বান উদ্ভাবক,
জ্ঞানের সাগরে ডুব দিয়ে হও মানবতার সাধক।
ঈর্ষায় পীড়িত হয়ে ইর্ষিতকে হত্যা করো না কেউ,
জ্ঞান সাগরে ডুব দিয়ে সেই ঈর্ষিত লক্ষ্যে পৌঁছাও।