সব ভালো ছাত্ররাই প্রতিষ্ঠা লাভ করে না
প্রতিভার বিকাশ ঘটাতে পারে না।
সব উপলব্ধির চেয়ে জ্ঞান বড় না।
বড় হতে হলে তোমাকে
অনেক বড় স্বপ্ন দেখতে হবে,
সেই স্বপ্নকে কাজে বাস্তবে রূপ দিতে হবে।
চিন্তা জগতে মেধা মননে ডুব দিয়ে
জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে হবে।
ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে পশু প্রবৃত্তিকে,
সাম্যক মোহ চাকচিক্ক্য থেকে ফেরাতে হবে দৃষ্টিকে।
পুরাতন ধরে নতুনের সন্ধানে ছুটতে হবে
আগামীর পথে,
জ্ঞানের মহাসাগরে ডুব দিতে হবে জ্ঞানীর সাথে।