ঘৃণার পরিবর্তে ঘৃণা ছড়ালে কি মানবতা পাওয়া যায়!
ক্ষতি হয় বিশ্বমানবতার।
প্রতিশোধের চেয়ে প্রতিরোধই শ্রেয়,
পাল্টা আঘাত দিয়ো না,
মানুষকে মানুষ ভাবো
কখনো পশু হয়ে যেয়ো না।
ধৈর্যের সীমা কখনো অতিক্রম করো না।
জীবন সংগ্রামের বেদনাকে অন্তর দিয়ে ভাবো,
জাত ধর্ম বর্ণ ভুলে মানুষকে মানুষ ভাবো।
করজোড় মিনতি না করে
প্রতিকারের উপায় বের করো,
বিশ্ব মানবতায় সংঘাত দূরে ঠেলে
শান্তির পথ বের করো।