পঁচাত্তরের পরেই শিশু মানচিত্র আঘাতে খানখান,
বিকৃত ইতিহাস মগজ ধোলাইযের শিশুমনে শেখান।
মন থেকে মুছে দিয়েছিল মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর গৌরববোধ,
থমকে দাঁড়িয়ে হারিয়ে ছিলাম আমাদের বিবেকবোধ।

কৈশর পেরিয়ে যৌবনে তখন বিকৃত ইতিহাস নিয়ে,
মিথ্যা ভাষণ আর অপপ্রচারে জাতি বেড়ে ওঠে ভয়ে।
তলাবিহীন ঝুঁড়ির অপবাদে বিকৃত ইতিহাস পড়ে জাতি,
নতুন ইতিহাস লেখে নিজেদের মতো, দেখিয়ে ভয়-ভীতি।

দুর্নীতি অপশাসন দুঃশাসনে জাতি হারিয়েছিল মূল্যবোধ,
অপকৌশলে মন থেকে মুছে দিয়েছিল মুক্তিযুদ্ধের গৌরববোধ।
পরাজিত শত্রুর সাথে মিলে মুক্তিযোদ্ধাদের নিয়েছিল প্রতিশোধ,
আমরা হারিয়েছিলাম আমাদের বিবেক আর দেশত্ববোধ।

বিকৃত ইতিহাস আর মাদকের বিস্তরে প্রজন্ম ক্ষয় হয়,
ঘুস-দুর্নীতি স্বজনপ্রীতিতে মানবতা বলেছিল হায়হায়।
সেদিন পুরোজাতি ছিল স্তব্ধ! আতঙ্ক ভয় কি জানি কি হয়!
মিথ্য-গুজবে জাতির বিবেকবোধে ঘটেছিল নৈতিক পরাজয়।

লঙ্গিত হলো বীর শহিদদের অধিকার, শুরু বঞ্চনার ইতিহাস,
বাঙালি জাতির প্রথম পরাজয়, দাসত্বের শৃঙ্খলে যেন দাস।
লড়াই সেই থেকে মুক্তিযোদ্ধাদের টিকে থাকার পুনঃবার,
আজ অবধি সত্য-মিথ্য-গুজবের মধ্যে বসবাস সবার।
            (রচনাকাল: ০৭ মার্চ ২০২০)