বর্ষার দুরন্ত দুপুর গন্তব্য অজানা,
জলেভাসা শাপলার মুখ বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস।
পাতাঝরা দেশে সবুজবনে উদ্দেশ্যহীন যাত্রা,
উৎসবের আমেজে শিমুল তুলা প্রকৃতিতে ভিন্নমাত্রা।
শীতের কুয়াশা খেজুরের রসে,
জড়তা ভাঙ্গে উষ্ণ চায়ের কাপে।
বিশ্ব দ্রুত পরিবর্তনশীল সবকিছু প্রযুক্তি নির্ভর,
নিজের অস্তিত্ব রক্ষায় খাপখওয়াতে হয় সবার।
নবান্নের উৎসব গ্রাম ছেড়ে আজ শহরে,
ক্ষেতমজুরের পান্তা-ইলশ ঠাট্টা করে শহরে।
নিরব বিবর্তন ঐ শহরের পথে পথে,
সুফল পাবে যদি পারো বিশ্বের সাথে তাল মেলাতে।
(রচনাকাল: ২২ নভেম্বর ২০১৯)