শোষণহীন বৈষম্য হ্রাস প্রকৃত
সমাজ ব্যবস্থাই মানবিক সমাজ,
অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে
সর্বত্রই তা পরাভূত আজ।
বর্তমান মুক্ত অর্থনৈতিক যুগে যা কিছু পাও,
ভাবনা আর চেতনায় সবকিছু লুটেপুটে খাও!
বৈষম্য বন্ধনার দ্বান্দিকতায়
লুটে নেয় ঐ মুক্ত অর্থনীতি,
দূর্বৃত্ত, দখলদারী, লুটেরা,
মহাদুর্নীতিবাজদের কাছে বিলুপ্ত নীতি।
অসুস্থ্য বিকৃত সমাজ ব্যবস্থায়
সৃস্টি হচ্ছে নতুনভীতি,
বৈষম্যের বেড়াজালে ক্যান্সারে
রূপ নিয়েছে আমাদের দুর্নীতি।
অর্থর্নীতির বড় অংশ ধনী-প্রভাবশালীদের
দখলে। রক্ষকই আজ ভক্ষক,
সর্বদাই অর্থর্নীতি, রাজনীতি,
সামাজিক ক্ষমতাই ক্ষমতার পরিমাপক।
দারিদ্র জনগোষ্টির দোহায় দিয়ে নেয় অনুদান,
ভাগ করতে করতে বাদ যায় উন্নয়ণ;
অনাঙ্খিত মারপ্যাচের ব্যবচ্ছেদে,
দুর্নীতির কাছে হারায় উন্নয়ণ।
যুগে যুগে চলছে এভাবে অভিনব,
নিত্য নতুন কৌশলে শাসন-শোষণ;
বৈষম্যহীন সমাজ কখনো হবেনা।
এভাবেই চলবে শাসন শেষণ ভাষণ।
(১৮ জুলাই ২০১৭, মঙ্গলবার)